প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩
জাকিয়া সুলতানা, সুনামগঞ্জ :
উৎসবমুখর পরিবেশে সোমবার তৃতীয় দিনে দলীয় মননোয়ন ফরম জমা দিলেন সুনামগঞ্জ ১ আসনের ৩ বারের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
২০ নভেম্বর বেলা ১টার দিকে সরেজমিন দেখা যায়, মনোনয়নপ্রত্যাশী ৩ বারের এমপি,মোয়াজ্জেম হোসেন রতন, তাঁর নির্বাচনী এলাকার ৪ টি উপজেলার আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন চেয়ারম্যানগন,উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ অসংখ্য কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে উৎসাহ উদ্দীপনায় তিনি মননোয়ন ফরম জমা দিয়েছেন।
এসময়ে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন আমাদের উন্নয়নের বাতিঘর। মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবারের ন্যায় এবারোও এমপি রতনকে নৌকার মনোনয়ন দিবেন বলে আমরা বিশ্বাস করি। তিনি,সুনামগঞ্জ ১ আসনের প্রতিটি সেক্টরে উন্নয়নের জাদুর ছোঁয়ায় জোয়ার ভাসিয়েছেন। তৃনমুল আওয়ামী লীগ সহ আজ আমরা চলে এসেছি ঢাকায়, আজ অত্যান্ত আনন্দের দিন,আমরা মনোনয়ন ফরম জমা দিয়েছি। শতভাগ সাফল্য ও আশা নিয়ে। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি রতনকে আবারো নৌকা দিবেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest