ভাটির কণ্ঠ ডেস্ক : সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসরিন সুলতানা দীপা।
নারীনেত্রী নাসরিন সুলতানা দীপা আওয়ামী পরিবারের সন্তান হিসেবে ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে লালন ও ধারণ করে বেড়ে উঠেন। বর্তমানে তিনি সক্রিয়ভাবে আওয়ামী লীগের একজন নেত্রী হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি বর্তমানে জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক রয়েছেন। তাঁর স্বামীও একজন আওয়ামী লীগ নেতা। তিনি বর্তমান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে আসীন। দীপা,ধর্মপাশা উপজেলার সুখাই রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে তিনি চেয়ারম্যান হিসেবে সমাজে বিশেষ অবদান রাখায় পুরো ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়নের ব্যপক পরিবর্তন লক্ষনীয় হয়ে সর্বজন মহলে শ্রদ্ধায় সুপরিচিতি লাভ করেন এই নেত্রী।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন