ভাটির কণ্ঠ ডেস্ক :
তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নে ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শিশুদের কমপ্লিমেন্টারি ফিডিং বিষয়ক উঠান বৈঠক এবং একই ইউনিয়নের UH& FWC পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপসচিব( নির্মাণ) জনাব মোঃ মফিজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক বিকাশ কুমার দাস, UFPO সুনামগঞ্জ সদর, তাহিরপুর উপজেলার UFPO এবং Medical Officer(MCHFP), Assistant Engineer(HED Sunamganj), উক্ত ইউনিয়নের FWV, FPI, FWA, মা সহায়ক টিমের সকল সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন