প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মধ্যনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে মধ্যনগর উপজেলার অস্থায়ী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান, নির্বাহী সভাপতি আতিক ফারুকী, সাধারন সম্পাদক অমৃত জ্যোতি রায় সামন্ত, সাংগঠনিক সম্পাদক আল-আমিন সালমান, কোষাধ্যক্ষ সুরঞ্জন তালুকদার,দপ্তর সম্পাদক আতাউর রহমান, সদস্য পার্থ তালুকদার, অনুপ তালুকদার অভি প্রমুখ। সাক্ষাৎ কালে নতুন ইউএনও কে ফুলেল শুভেচছা জানান সাংবাদিক নেতৃবৃন্দ, পরিশেষে উপজেলার বিভিন্ন সমস্যা ও ভুক্তভোগী জনগণ সকল দাপ্তরিক কাজ মধ্যনগর সেবা পাওয়ার আশ্বাস দেন, এবং জনবহুল সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
এম এ মান্নান,
মধ্যনগর,সুনামগঞ্জ
০১৭৭১৯২১৬৫২
১৫/১১/২৩
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest