প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি:
শুক্রবার বাদ আসর ৫.৩০ ঘটিকায় রমিজ বিপনী দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের জন্ম পালন করা হয়।
জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি লিখন আহমেদ সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জন্মদিন অনুষ্ঠানের দোয়া পড়ান হাজিপাড়া জামে মসজিদের হুজুর মোহাম্মদ শামসুল আবেদিন। দোয়া ও মিলাদ শেষে ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে শিরনী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি কাওসার আহমেদ, লায়েছ আহমেদ, উপ-দপ্তর সম্পাদক সাদেক আহমেদ, উপ শিক্ষা বিষয়ক সম্পাদক হুমায়ন আহমেদ, জেলা ছাত্রলীগ নেতা রাহুল চৌধুরী, তাওহীদ, আদনান, মুনতাসীর, দোহা,সোহাগ এবং নাবিল প্রমুখ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest