প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩
স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ দ্বিতীয় দিন মহাসপ্তমী।
সুনামগঞ্জ জেলার ছাতক ও শান্তিগঞ্জ থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন , পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ ।শনিবার (২১ অক্টোবর ) সন্ধ্যায় ছাতক ও শান্তিগঞ্জ থানা এলাকার বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামণ্ডপে ডিউটিরত পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ সতর্কতার সাথে ডিউটি পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি পূজামণ্ডপ কমিটির সদস্যসহ মণ্ডপে আগত ব্যক্তিদের শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। পুলিশ সুপার প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শনের সময় মণ্ডপ কমিটির সদস্যদের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার স্বরূপ ফলের ঝুড়ি তুলে দেন। গত শুক্রবার (২০ অক্টোবর) মহাষষ্ঠী দিয়ে শুরু হওয়া দুর্গোৎসব আগামী ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। প্রতিবারের মতো এবারও সুনামগঞ্জ জেলার প্রতিটি পূজামণ্ডপে জেলা পুলিশের সকল ইউনিট, আনসার ও গ্রাম পুলিশ সদস্যদের সমন্বয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, অফিসার ইনচার্জ (শান্তিগঞ্জ থানা) মোঃ খালেদ চৌধুরী, অফিসার ইনচার্জ (ছাতক থানা) শাহ্ আলম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, জয়কলস ও পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শান্তিগঞ্জ ও ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest