প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩
ভাটির কণ্ঠ ডেস্ক :
সুনামগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা রনি রায়কে সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়েছে।
শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি,দি বাংলাদেশ টুডে ও জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকার জেলা প্রতিনিধি একে মিলন আহমেদ এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক আমার সংবাদ ও মাই টিভির জেলা প্রতিনিধি আবু হানিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি কমিউনিটি নেতা রনি রায়।
এ সময় বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগ সহ সভাপতি মো: আবু হানিফ, ঠিকাদার মো: শাহজাহান, বিশিষ্ট ব্যবসায়ী রুপক রায়, জাতীয় দৈনিক আমার বার্তা ও দি ফাইন্যাস্মিয়াল এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি মো: আফজাল হোসেন, দৈনিক সিলেট এক্সপ্রেস জেলা প্রতিনিধি রিংকু চৌধুরী, আমাদের সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার রহিম রানা প্রমুখ।
এ সময় সংবর্ধিত অতিথি রনি রায় বলেন, সাংবাদিকগণ সমাজের দর্পণ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উন্নত সমাজ গঠনেও সংবাদিকের ভূমিকা অপরেসীম, সমাজে পশ্চাদ্পদ মানুষের জন্য সাংবাদিকদের কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে সাংবাদিকদের ভূমিকা অতুলনীয়।আপনারা সাংবাদিকরা আমাদের বন্ধু। আপনারা যেকোন প্রয়োজনে আমাকে আপনাদের পাশে পাবেন। অনুষ্ঠানে সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রবাসে থেকেও যারা নাড়ীর টানে, দেশের অসহায় মানুষের কল্যানে সর্বদা কাজ করে যাচ্ছেন, তারা সর্বমহলে সম্মানীত। আমাদের উচিৎ এসব মহতি কাজে সামিল হয়ে তাদের কাজের পরিমান আরো প্রসারিত করা।
অনুষ্ঠান শেষে রনি রায়কে সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদান রাখার জন্য সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা
প্রদান করা হয়।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest