প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২৩
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি :
ফিলিস্তিনের গাজায় অবৈধ দখলদার ইসরায়েলি বাহীনির বর্বর হামলায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে বিক্ষোভ করেছে সাধারণ জনতা।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে আসর নামাজ আদায়ের পর তারা এই বিক্ষোভ মিছিলটি করেন।
উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মাদ্রাসা,স্কুল, কলেজের ছাত্র শিক্ষক ও সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে ইসরায়েলি হামলা বিরোধী বিক্ষোভ মিছিলটি বাংলাবাজারে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন গলি ঘুরে বাজারের মেইন রাস্তায় এসে শেষ হয়।
মাওলানা মকবুল আহমদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, মাওলানা আব্দুস সাত্তার মাওলানা আক্কাস আলী, ডা:হারুনুর রশিদ,এস এম হাসমত উল্লাহ,মাওলানা সিরাজুল ইসলাম ফজলুর রহমান,ইমান আলী প্রমুখ
এসময় বক্তারা ফিলিস্তিনের ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশ্বমোড়লদের দৃষ্টি আকর্শন করেন এবং অনতি বিলম্বে নারকীয় এই গণহত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহন করতে অনুরোধ জানান।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest