প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২৩
ছাতক প্রতিনিধি: গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয় ২০২৩/২৪ শিক্ষাবর্ষের ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্প, মাস্ক ও শিক্ষা সামগ্রী দিয়ে বরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।মঙ্গলবার সকাল ১১টার দিকে ক্লাস রুমে গিয়ে ফুল দিয়ে নবীন ছাত্রদের বরণ করে নেয় ছাত্রলীগ।
এসময় নবীন শিক্ষার্থীদের মাঝে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র শিক্ষা বান্ধব উন্নয়ন নিয়ে আলোচন করে কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় তারা ‘এসো নবীন দলে দলে, ছাত্রলীগের পতাকা তলে’সহ বিভিন্ন স্লোগানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান।প্রথম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানিয়ে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে কলেজ শাখা ছাত্রলীগ।নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাকির হোসেন বলেন ‘সবুজ এই ক্যাম্পাসে যারা নবীন হয়ে এসেছে তাদের সর্বাত্মক সহযোগিতা করতে ছাত্রলীগ অঙ্গীকারাবদ্ধ।
আমরা নবীন শিক্ষার্থীদের আবাসন সংকটসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সর্বোচ্চ সহায়তা করবো। ক্যাম্পাসে তারা যেন জ্ঞান চর্চার পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা ভোগ করতে পারে সে জন্য ছাত্রলীগ সবসময় তাদের পাশে থাকবে।’ তিনি আরো বলেন “বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রদের অধিকার আদায় ও আগামীর স্বশিক্ষিত দেশ গঠনে তরূণ নেতৃত্ব তৈরির জন্য কাজ করে। তাই কলেজে নবাগত নবীনদের ফুল দিয়ে বরণ করে নিয়ে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের যে রাজনৈতিক চর্চা ও সৌন্দর্য সেটি শিক্ষার্থীদের জানান দিতে এই উদ্যোগ।”কলেজ বিশ্ববিদ্যালয়ের নবীন ছাত্রলীগ নেতৃবৃন্দের একটাই প্রাণের দাবি আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, বাংলাদেশ কে বিশ্বের বুকে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কলেজ ছাত্রলীগের কমিটি এখন সময়ের দাবি। এসময় উপস্থিত থাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুর রহমান সিজান,যুগ্ম- সাধারণ সম্পাদক মুস্তাকিম রায়হান, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মাহবুব হাসান,জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সেলিম আহমদ, হাবিবুর রহমান সাজু,জেলা ছাত্রলীগের
উপ-গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক-মুহিবুর রহমান তারেক, সদস্য আল মিরাজ পাপ্পু, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক বদরুল আমিন,সহ সম্পাদক আব্দুল কাইয়ুম,
অর্থ সম্পাদক-আবু সুফিয়ান সুফি ও ছাতক উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল আহমদ,শাহ কামাল বিজয়,রবিউল হাসান সজিব,রবিউল ইসলাম রাজ,লিটন আহমদ রায়হান, নয়ন,আলমগীর, শাহিনূর,জুনেদ আহমদ,হোসাইন,হবিব আহমদ,বদরুল আমিন,শাহ তাহিদ,ইমন মিয়া,মিনহাজ,আলমগীর ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মাহবুব হাসান, সোয়েব আহমদ, হোসাইন আহমদ, নাঈম আহমদ,রিয়ান আহমদ, মেহেদী হাসান মারুফ, ফয়েজ আহমেদ,মারুফ,সাদিকুর রহমান,মুরাদ হোসেন, আক্তার, মাসুম,মাহবুব, মাহিন, তাওহীদ,অপু,সিজান,
নাহিদ,রাজু,সাব্বির,রায়হান,আরাফাত মিসকাত,সুলতান,
,লিকসন,মিজান,সৌরভ,আল আমিন,রনি,আবু সুফিয়ান,আরিফ,শহীদ, রেজাউল আহমেদ,আরিফ উদ্দিন আরিয়ান সহ সকল নেতাকর্মীদের সাথে নবীন শিক্ষার্থীদের পরিচয় পর্বে মিলিত হন, এবং ক্যাম্পাসে জয় বাংলা,জয় বঙ্গবন্ধু স্লোগানে কলেজের প্রবেশপথে দাঁড়িয়ে স্বাগত জানানো হয়। এসময় শিক্ষার্থীদের হাতে ফুল, মাস্ক ও কলম তুলে দেন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest