প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৩
সুজন তালুকদার,ছাতকের মুনিরজ্ঞাতি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত।২৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক টানা কয়েক বারের সভাপতি ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।বর্তমান ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি শামীম আলম নোমান এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সরকারী শিক্ষক আশোক সামন্তের পরিচালনায় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট প্রবীণ মুরুব্বি সামছুল ইসলাম,ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক,
সাবেক শিক্ষক আব্দুল আলীম,সাবেক ইউপি সদস্য মফজ্জুল আলী,রোয়াব আলী,বর্তমান ইউপি সদস্য শাহজাদা সুমন প্রমুখ।
বক্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছয়ফুল আলমের দূর্নীতি অনিয়ম তুলে ধরে বলেন বর্তমান ম্যানেজিং কমিটি সাময়িক অব্যাহতি দিয়েছেন এবং উনার বিরুদ্ধে উর্ধতন কর্মকর্তাদের কাছে স্থায়ী বহিষ্কার চেয়ে আবেদন করেছেন। ইতিমধ্যে উর্ধতন কর্মকর্তাদের তদন্ত চলমান তদন্ত রিপোর্ট অনুযায়ী উনার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্তা নেয়া হবে।প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে বলেন বিদ্যালয় প্রতিষ্ঠানে মায়েরকোল,
মুনিরজ্ঞাতি,সৈদেরগাঁও, ভুইগাঁও সহ অত্র এলাকার বিশেষ অবদান রয়েছে, বিদ্যালয়ে বেশিরভাগ জায়গা আমার আত্মীয় স্বজনরা দান করেছেন, ছাড়াও বিভিন্ন ভাবে সর্বস্তরের মানুষ সহযোগিতা করেছেন। আজ আমাদের কারনে বিদ্যালয় টি পিছিয়ে থাকবে এটা মেনে নেয়া যায় না। শিক্ষকরা ম্যানেজিং কমিটি কে এরিয়ে চললে অনিয়ম দূর্নীতি তো হবেই এতে সকলকে সজাগ থাকতে হবে। এপর্যন্ত যা হয়েছে কোনো কিছু আমি জানি না আমাকে কেউ জানায় নি এটা আসলে দুঃখজনক বিদ্যালয় সুন্দর ভাবে পরিচালনার সার্থে সকলের সকল দুঃখ বেদনা মুছে দিতে তিনি অনুরোধ জানান।
প্রবীণ মুরুব্বি সামছুল ইসলাম তার বক্তব্যে বলেন মুরুব্বিয়ানদের পরামর্শ ছাড়া কোনো কিছু করাটাও দূর্নীতি এলাকার যুব সমাজ কে মুরুব্বিয়াদের দেখানো পথে চলার অনুরোধ জানিয়ে তিনি বলেন বিদ্যালয়ে যারা জায়গা দান করেছেন আপনারা বিদ্যালয়ের সার্থে নতুন কোনো ধরনের বিশৃংখলা সৃষ্টি করবেন না। মুরুব্বি রোয়াব আলী বলেন বিদ্যালয়ে যেহেতু এলাকাবাসীর অবদান রয়েছে আপনারা এলাকাবাসীকে সাথে নিয়ে যে কোন সিদ্ধান্ত নিলে কোনো সমস্যা হওয়ার কথা নয়।মাস্টার আব্দুল আলীম বলেন এটা আমাদের বিদ্যালয় আমরাই তার সুনাম ধরে রাখতে হবে নতুন করে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় সকলের সুদৃষ্টি রাখতে হবে।বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি শামীম আলম নোমান বলেন প্রধান শিক্ষক ছয়ফুল আলম কে দূর্নীতিতে যুক্ত পেয়ে সকল সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক ভাবে অব্যাহতি দিয়ে,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওঃ আজিম উদ্দিন কে দায়িত্ব দেয়া হয়েছে। শিক্ষক ছয়ফুল আলমের বিরুদ্ধে উর্ধতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে, আশাকরি সুষ্ঠু তদন্তে তিনি অভিযুক্ত হবেন, উনার কারনে এলাকায় জামেলা সৃষ্টি হয়েছে কমিটি গঠনে নির্বাচনে আমাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। এলাকার মুরুব্বিয়ানরা যদি বলেন আমি বিদ্যালয়ের সার্থে অন্যজনকে দায়ীত্ব দিতে যে কোনো সময়ে প্রস্তুত আছি, আমি চাই বিদ্যালয় সুন্দর ভাবে চলুক। এসময় বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওঃ আজিম উদ্দিন,সহকারী শিক্ষক আব্দুল করিম,মজুমদার আলী,সায়েদুল হক, সুব্রত কুমার পাল,তাহেরা খাদিজা, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আজিজ, আব্দুল মুক্তাদ্দির,হানিফা বেগম,দাতা সদস্য তাজ উদ্দিন, প্রতিষ্টাতা সদস্য মাসুক মিয়া,
মুরুব্বি আব্দুল মজিদ,রাসেল মিয়া,রোয়াব আলী,মজিদ মিয়া,সাবেক মেম্বার ছালিক,ছাব্বির আহমদ,আখলু মিয়া,আব্দুর রহমান, রইছ আলী,ছালিক মিয়া,শুকুর আলী,এখলাছুর রহমান, নুর উদ্দিন,নুর ইসলাম,খালেদ আহমদ,তোফায়েল,আব্দুল কাদির,আব্দুল মছব্বির,আলী আহমদ,ফারুক মিয়া ও শিক্ষার্থীদের অভিভাবক সহ এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest