প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর উপজেলায় ৩ বছরের জন্য যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে জায়গা পেয়েছেন মোট ৭১ জন। এরমধ্যে সভাপতি ফুল মালা ও সাধারণ সম্পাদক শেফালী আক্তার নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর যুব মহিলা লীগের জেলা সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়নার ও সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম এর স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা ঘোষণা করা হয়।
কমিটিতে সহসভাপতি পদে জায়গা পেয়েছেন ১০ জন। পাশাপাশি যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪জন করে এবং বিভিন্ন সম্পাদক পদে ৩২ জনকে রাখা হয়েছে। এছাড়াও কমিটিতে সদস্য পদে রাখা হয়েছে ২৫ জনকে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest