প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৩
মোঃ তারেক মিয়া, শাল্লা প্রতিনিধি :
শাল্লা উপজেলা কর্তৃক আয়োজিত ৫০ তম গ্রীষ্মকালীন জাতীয় ত্রুীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায় সকল উচ্চ বিদ্যালয় গুলো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে । সাঁতার কাটা, দৌড় ও ফুটবল খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মেয়েদের ফুটবল খেলায় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়কে ০২গোলে পরাজিত করে আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়।
শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়( ০ ০)।
আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয় (০২ )।
উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়াতে উল্লাসে মেতে উঠে আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মেয়েরা ও শিক্ষক, শিক্ষিকা মন্ডলী । তারা যেন জেলা পর্যায়ে ও ভালো কিছু করতে পারে সে জন্য দোয়া ও আশীর্বাদ চেয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তালেব মহোদয়। সভাপতিত্ব করেন চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ উপজেলা চেয়ারম্যান মহোদয়।
আয়োজনে : উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমতি, শাল্লা, সুনামগঞ্জ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest