প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩
সেলিম আহম্মেদ: সুনামগঞ্জের ধর্মপাশায় ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোনালী ব্যাংকের সামনের সড়ক থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত সাদাত আলী ছেলে সাবেক জেলা যুবদলের সদস্য মোহাম্মদ আলী (৫৪) ও পাইকুরাটি ইউনিয়নের হাওরে রাজাপুর গ্রামের মৃত আব্দুস সোবহান তালুকদারের ছেলে মো. সুলতান মিয়া (৫৩)।
সহকারী পুলিশ সুপার ধর্মপাশা (সার্কেল) মো.আলী ফরিদ জানান, ভিন্ন কৌশলে শনিবার দিবাগত রাতে একটি হ্যান্ড টলি প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে বাদশাগঞ্জ থেকে উপজেলা সদরে আসার সময় গাড়িটির গতিবিধি
সন্দেহ হয়। পরে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সবুরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গাড়িটি তল্লাশি করে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা ১হাজার ৩২৫কেজি চিনিসহ একটি হ্যান্ডট্রলি জব্দ করা হয়, যার বাজার মূল্য ১লক্ষ ৫৯হাজার টাকা। এসময় গাড়ির চালক সুলতান মিয়া ও চোরাকারবারি মোহাম্মদ আলীকে আটক করা হয়। তিনি আরো জানান, রাতেই তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পর রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest