প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৩
এম এ মান্নান, মধ্যনগর:সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ভোরের কাগজের দিরাই উপজেলা প্রতিনিধি জাকারিয়া হোসেন জোসেফ এর উপর সন্ত্রাসী বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মধ্যনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে সাংবাদিক জাকারিয়ার উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এসময় তার ছোট ভাই জোহান সহ মারাত্মকভাবে জখম করেছে সন্ত্রাসীরা।
৪ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭ টায় পৌরসভার বাসভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতদের দিরাই সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে, উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
জানা যায়, জারলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা নিয়ে পূর্ববিরোধ চলে আসছে সাংবাদিক জোসেফ ও চেয়ারম্যান জুয়েলের পরিবারের মধ্যে। দীর্ঘদিন ধরে চলা বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ঐদিন বিকালে সরমঙ্গল গ্রামে সালিশি বৈঠক বসে। এ সময় চেয়ারম্যানের ভাই- ভাতিজারা জোসেফকে হত্যার হুমকি দেয়। পরে সন্ধ্যা ৭ টার দিকে জোসেফের বাসভবনের সামনে চেয়ারম্যানের নেতৃত্বে হামলার শিকার হন দু ভাই।
৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় মধ্যনগর প্রেসক্লাবের এক জরুরী সভায় সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ কে হুমকী ও উদ্দেশ্য প্রনোদিত ভাবে দুভাইয়ের উপর পরিকল্পিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে, মধ্যনগর প্রেসক্লাবের সকল কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ।এসময় মধ্যনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমৃত জ্যোতি রায় সামন্ত জানান সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ একজন প্রতিষ্ঠিত পরিবারের সন্তান।জনতার কন্ঠ পোর্টালের প্রতিষ্ঠাতা এবং অনুসন্ধানী প্রতিবেদক।তিনি জাতীয় দৈনিক ভোরের কাগজে কর্মরত রয়েছেন। পরিকল্পিত ভাবে দু’ভাইয়ের উপর হামলার ঘঠনাটি অত্যান্ত নিন্দা জনক।এনিয়ে সুনামগঞ্জ জেলা সহ সকল উপজেলায় কর্মসূচী চলমান রয়েছে। সাংবাদিকবৃন্ধ অনতিবিলম্বে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা ও দৃষ্টান্ত মুলক শাস্তির জোরদাবী জানিয়েছেন প্রসাশনিক কতৃপক্ষের নিকট।
এবিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাধীর তিনি জানান সাংবাদিক জাকারিয়ার উপর হামলা মামলায় একজন গ্রেফতার হয়েছে।দুজন জামিনে ও বাকী দুজনকে গ্রেফতার চেষ্টা চলমান রয়েছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest