প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩
দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় তৈরী ৩০বোতল মদসহ তিনজনকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার পান্ডারগাও ইউনিয়নের পলিরচর গ্রামের মোঃ নুরুল ইসলামের পুত্র মোঃ ফয়জুল ইসলাম (৩০),আব্দুল হকের পুত্র মোঃ আবুল কালাম (৩৪) ও আফছরনগর (শ্রীপুর)গ্রামের মোঃ খলিলুর রহমানের পুত্র সিএনজি ড্রাইভার মোঃ ইমরান আহমদ (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ( ওসি) বদরুল হাসানের দিকনির্দেশনায় এসআই মুহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর সিএনজি স্ট্যান্ডের সামনে সুনামগঞ্জ টু ছাতক গামী পাঁকা রাস্তার উপর সিএনজি তল্লাশি করে মোঃ ফয়জুল ইসলাম,মোঃ আবুল কালাম ও সিএনজি ড্রাইভার মোঃ ইমরান আহমদের হেফাজতে থাকা সিএনজি গাড়ীর পিছনের সীটে একটি পাটের বস্তার ভিতরে থাকা ভারতীয় তৈরী ১৯ বোতল ম্যাগ ডুয়েল ও অপর পাটের বস্তার ভিতরে ১১বোতল অফিসার চয়েজ মোট ৩০ বোতল মদ ও সিএনজি জব্ধ করত:তাদের আটক করে মামলা দায়ের করা হয়েছে। দোয়ারাবাজার থানার মামলা নং-০৪, তাং-০৫/০৯/২০২৩ খ্রিঃ
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:বদরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিদেরকে সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হয়েছে।।মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest