মোঃ তারেক মিয়া প্রতিনিধি: শাল্লা উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোর মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছে বাহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দু দাস। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা পদক কমিটি তাঁকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেছেন।
তিনি ২০০৭ সাল হতে অদ্যবধি পর্যন্ত বাহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দক্ষতার সহিত দায়িত্ব পালন করে আসছেন। অত্র বিদ্যালয়ে অত্যন্ত সুনাম, সততা, যোগ্যতা মননশীলতা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অপর দিকে বিদ্যালয়ের শিক্ষার মান সহ উন্নয়নমূলক কাজ করেছেন।
তাই কর্মদক্ষতা বিবেচনা করে উপজেলা জাতীয় শিক্ষা পদক কমিটির সভাপতি আবু তালেব ও সদস্য সচিব আব্দুস সালাম স্বাক্ষরিত বাছাই কমিটি অরবিন্দু দাসকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন