প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৩
তাহিরপুর প্রতিনিধি:সুনামগন্জের তাহিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাহিরপুর উপজেলা বি এনপির আয়োজনে বিশাল শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়।
২ রা সেপ্টেম্বর শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে উপজেলা সদর বি এনপি কার্যালয় প্রাঙ্গণে সমবেত হতে থাকে।
সকাল ১১ টায় তাহিরপুর উপজেলা বি এনপির পুর্ব বাজারস্ত কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে হাজার হাজার নেতা কর্মীরা একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারে বিশাল সমাবেশে মিলিত হয়
জেলা বি এনপির সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জলের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে বক্তব্য রাখেন জেলা বি এনপির সহঃ সভাপতি আবুল কালাম আজাদ, জেলা বি এনপির সহঃ সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব জুনাব আলী, সুনামগঞ্জ জেলা বি এনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, বক্তব্য রাখেন উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলী হায়দার, দঃ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, উপজেলা বি এনপির সহঃ দপ্তর সম্পাদক সাইদুল কিবরিয়া উপজেলা বি এনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমির শাহ, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এমরান হোসেন, বাদাঘাট ইউনিয়ন বি এনপির সাধারণ সম্পাদক চান মিয়া মাষ্টার, বালিজুরি ইউনিয়ন বি এনপির সাধারণ সম্পাদক জমিলখ মিয়া, শ্রীপুর দঃ ইউনিয়ন বি এনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, বড়দল দঃ ইউনিয়ন বি এনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম, উত্তর বড়দল ইউনিয়ন বি এনপির সহঃ সাধারণ সম্পাদক এনাম তালুকদার, সুনামগঞ্জ জেলা যুবদলের অন্যতম নেতা বিশিষ্ট সমাজ সেবক মোঃ নাছির মিয়া সহ অসংখ্য নেতা কর্মীবৃন্দ।
জেলা বি এনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনা সরকারের পদত্যাগ,সংসদ বিলুপ্তি ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাবনা
জেলা বি এনপির সহঃ সাধারণ সম্পাদক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জনাব জুনাব আলী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের আহব্বানে আজ দলে দলে ছুটে এসেছেন প্রিয় সহকর্মীরা তাদের প্রানের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে।তিনি আরও বলেন ৪৫ বছরের বি এনপি রাজপথে রক্ত দিয়েছে অনেক, এখন সময় এসেছে ঘুরে দাড়াবার, আর রক্ত নয় এই সরকারের বিধায় ঘন্টা বেজে গেছে, আপনারা মাঠে থাকবেন ইনশাআল্লাহ আমাদের বিজয় সন্নিকটে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest