ছাতক প্রতিনিধি :ছাতকে পুর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোজান্মেল হোসেন মাসুম নামের এক যুবক খুন হয়েছেন।শনিবার রাত অনুমান ৩ টায় সুরমা নদীর পাড়ে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকায় এ ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে নিহত মোজান্মেল হোসেন মাসুম (৩৭) পৌরসভার পুর্ব নোয়ারাই গ্রামের সাবেক মেম্বার, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মফিজুর রহমানের পুত্র।
স্থানীয় সুত্রে জানাগেছে,গভীর রাতে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকায় ডেকে নিয়ে মোজান্মেল হোসেন মাসুমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় প্রতিপক্ষরা। এসময় স্থানীয় লোকজন ধাওয়া করে লাফার্জ-হোলসিম কারখানা এলাকা থেকে হোসাইন আহমদ (২৫) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটক হোসাইন আহমদ পৌরসভার বাগবাড়ি মহল্লার হুমায়ুন কবিরের পুত্র।
এদিকে ছুরিকাঘাতে গুরুতর আহত মোজান্মেল হোসেন মাসুমকে ভোর রাতে ছাতক হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ছাতক থানার এস আই মোশাররফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। খুনের ঘটনার সাথে জড়িত ১ জনকে আটক করা হয়েছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন