প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৩
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিজ্ঞ আদালতের রায়ের প্রেক্ষিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ব্যক্তি মালিকানাধীন জমি উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা ও দায়রা জজের নাজির কামরুজ্জামানের নেতৃত্বে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামে সহকারী জজ আদালত দোয়ারাবাজারের ডিক্রির প্রেক্ষিতে জেলা ও দায়রাজজের স্বত্ত মোকদ্দমার আদেশে গুঁড়িয়ে দেয়া হয় অবৈধভাবে দখলদারের বসতঘর।
জানা যায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের সৈয়দ আহমদ ২০১৭ সালে রেকর্ডীয় সাড়ে ১১ শতক ভূমি মালিকানা দাবি করে মামলা করেন।এরমধ্যে ৪৬ দাগের সাড়ে ১১ শতক বসত ভিটে জবর-দখল করে বাড়িঘর নির্মাণ করেন কশিউড়া গ্রামের নুরুল ইসলাম (আবু)। মামলা দায়েরের পর বিজ্ঞ আদালত বাদী সৈয়দ আহমদ পক্ষে ডিক্রি জারি করেন।
উচ্ছেদ অভিযানে অবৈধদখলদার নুরুল ইসলামের বসত ঘর গুড়িয়ে দেয়া হয়। পরে জমি দখলমুক্ত করে প্রকৃত মালিক সৈয়দ আহমেদকে বুঝিয়ে দেয়া হয়।
অভিযান চলাকালে এলাকার শতাধিক উৎসুক মানুষের উপস্থিতি দেখা গেছে। এ অভিযান ভূমিগ্রাসী চক্র ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে একটি সতর্কবার্তা বলে মনে করছেন এলাকাবাসী।
দখলদাররা প্রভাবশালী হলেও আইনের মাধ্যমে প্রতিকার পাওয়ার অন্যন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এ অভিযান। এ জন্য এলাকাবাসীও বিজ্ঞ আদালত, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার এসআই আমিরু খছরু,স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম, মামলার বাদী সৈয়দ আহমেদ, বিবাদী নুরুল ইসলামসহ পুলিশের ৬ জন সদস্য।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest