ভাটির কন্ঠ ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এইচএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রে স্মার্টফোন পাওয়ায় এক শিক্ষককে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) দুপুরে জগন্নাথপুর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অব্যাহতি পাওয়া হল পর্যবেক্ষক হলেন, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রফিকুল ইসলাম। তিনি ওই কেন্দ্রের ৩ নম্বর পরীক্ষার হলে পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম বলেন, সিলেট বোর্ডের পরীক্ষা কেন্দ্র পরিদর্শক কামরুল ইসলাম সবুজ কেন্দ্র পরিদর্শনে আসলে ওই শিক্ষককের কাছে স্মাটফোন পাওয়া যায়। পরে বোর্ডের কেন্দ্র পরিদর্শকের নির্দেশে রফিকুল ইসলামকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন