তারেক মিয়া শাল্লা:
গত ১৪ই আগস্ট একই সাথে তিন সন্তানের জন্ম দান করেন কুকিলা আক্তার। বেসরকারি একটি প্রাইভেট হসপিটালে সার্জারি মাধ্যমে দুই ছেলে ও এক কন্যা সন্তান জন্মদেন। নির্ধারিত সময়ের আগেই সার্জারি করা হয়। তাই উন্নত চিকিৎসার জন্য ১৫ ই আগস্ট তিন সন্তানকে সিলেট ওসমানী তে প্রেরণ করা হয়। ৪ দিন থাকার পর এক ছেলে সন্তানে মৃত্যু হয়। আমাদের শাল্লা প্রতিনিধি তারেক মিয়া কুকিলার পরিবারের সাথে মুঠোফোনে যোগাযোগ করে জানতে পারেন যে আরো দুই সন্তানেই অসুস্থ আছে।
কুকিলার ছেলের জন্ডিস ধরা পড়েছে এবং মেয়েটি নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছে।
কুকিলার স্বামী মোঃ লিংকন চৌধুরী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন