প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সুনামগন্জ জেলা বিএনপির আয়োজনে গনতন্ত্রের অগ্নি কন্যা গনমানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে
শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বি এনপি কার্যালয় থেকে পদযাত্রাটি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষীন করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
জেলা বিএনপির সভাপতি কলিমউদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলামের সঞ্চালনায় পদ যাত্রা শেষে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সম্মানীত সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির বিপ্লবী সহ সভাপতি জয়নুল জাকেরিন, সহ সভাপতি নাদের আহমেদ, আবুল কালাম,জেলা বিএনপির সহ সাধারন সম্পাদক জুনাব আলী, জেলা বি এনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের জনপ্রীয় সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, জেলা বি এনপির সহঃ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জল জেলা যুবদলের বিপ্লবী আহব্বায়ক আবুল মনসুর শওকত, সাধারন সম্পাদক এডভোকেট কয়েছ মিয়া, জেলা যুবদলের অন্যতম নেতা মোঃ নাছির মিয়া প্রমুখ।
জেলা বি এনপির সভাপতি কলিমউদ্দিন আহমদ মিলন বলেন, শেখ হাসিনা আপনি অনতি বিলম্বে পদত্যাগ করুন অন্যতায় এদেশের মানুষ আপনাকে টেনে হিছরে ক্ষমতাচ্যুত করবে,আমরা রাজপথে আছি রাজপথে থাকব এই জুলজমবাজ সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত।
জেলা বি এনপির সহ সভাপতি জয়নুল জাকেরিন বলেন, শেখ হাসিনা একতরফা নির্বাচনের জন্য সবচেয়ে বড় ভয় ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাই নির্বাচনী মাঠ শুন্য করতে রাষ্টযন্ত্র ও আইন আদালতকে ব্যাবহার করে বেগম খালেদা জিয়াকে বন্দী করেছিল, সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে, থাকে উন্নত চিকিৎসার সুযোগ দিতে হবে, অন্যতায় দেশের আপামর জনতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে নিয়ে আসবে।
জেলা বি এনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন,গণতন্ত্রের সর্বগ্রাসী দুর্নীতি সর্বনাশা ফ্যাসিষ্ট হাসিনা সরকার কে পদত্যাগ করতেই হবে, বাংলাদেশের মানুষ আজ জেগে উঠেছে, আজকে সারা বাংলাদেশে পদযাত্রা নয় বিজয়ের যাত্রা শুরু হয়েছে, আমরা এই ফ্যাসিবাদের হাত থেকে আমদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ,
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest