সুজন তালুকদার, ছাতক প্রতিনিধিঃ
ছাতকে জয়কলস হাইওয়ে পুলিশের অভিযানে আসামী ২জন সহ ভারতীয় শাড়ী ও গাড়ী জব্দ করে জয়কলস হাইওয়ে থানা পুলিশ।
৭ আগষ্ট সোমবার সন্ধ্যায় ধারন বাজার এলাকায় সিলেট সুনামগঞ্জ সড়কে গোপন সংবাদের ভিত্তিতে জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুল কবির এর দিক নির্দেশনায় ৭বস্তায় চারশতাধীক শাড়ী ও পিকআপ গাড়ী (ঢাকা মেট্রো- ২৩ ৩৪৮৭) সহ প্রায় ১৭লক্ষ টাকার মালামাল উদ্ধার ও আসামী (ড্রাইভার) ফুল মিয়া (২৮) ও পারভেজ হাসান (২২) কে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে এসআই মো. ইউনুস আলী, এটিএসএসআই জহিরুল ইসলাম ভূইয়া, মো. উজ্জল মিয়া, রবি আলম, তোফায়েল, জনিলা চাকমা সহ সঙ্গীয় ফোর্স নিয়ে আটক করেন সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের আব্দুর রহিমের ছেলে ফূল মিয়া ও একই এলাকার এলাক মিয়া ছেলে পারভেজ হাসান'কে ভারতীয় অবৈধ চোরাই শাড়ী ও পিকআপ জব্দ করা হয়।এব্যাপারে জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুল কবির জানান, ৭বস্তায় ৪শতাধিক শাড়ীর আনুমানিক বাজার মূল্য ও পিকাআপ সহ প্রায় ১৭লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আসামীদের ছাতক থানা হাজতের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হবে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন