সুনামগঞ্জ প্রতিনিধিঃ অগ্রণী ব্যাংকে হিসেব খুলুন,বৈধ পথে রেমিট্যান্স করুন এই শ্লোগানকে সামনে রেখে অগ্রণী ব্যাংক লিমিটেড সিলেট সার্কেল সিলেটের উদোগে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচী পালিত হয়েছে।
রবিবার (৩০ জুলাই) দুপুরে শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত সভায় আমবাড়ি বাজার শাখার ম্যানেজার জিয়াউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহাব্যবস্থাপক সিলেট সার্কেল মো আশেক আলী। বিশেষ অতিথি সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, উপ মহাব্যবস্থাপক সিলেট সার্কেল আজিজুর রহমান, সাবেক ইউনিট কমান্ডার হাজী নুরুল মোমেন, জেলা পরিষদ সদস্য মনির উদ্দিন মনির।
সভাপতিত্ব করেন মো আব্দুল লতিফ উপ-ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান, সিলেট পশ্চিম অঞ্চল সিলেট।
স্বগত বক্তব্য রাখেন, অগ্রণী ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক ইমদাদ আলী, গ্রাহক ইঞ্জিনিয়ার মাইনউদ্দীন খন্দকার, দিরাই অগ্রণী শাখা ব্যবস্থাপক মো গিয়াস উদ্দিন। ভিডিও ও তথ্য চিত্র প্রর্দশনী করেন মাধবিন্দু মহান্ত সিনিয়র অফিসার অগ্রণী ব্যাংক সুনামগঞ্জ।
নিন্ম আয়ের পেশাজীবি,কষৃক প্রান্তিক/ক্ষদ্র ব্যবসায়ি এবং ছাত্রছাত্রীদেরকে চলমান আথিক কর্মকান্ডে সম্পৃক্ত করণ ২৮ জনের মধ্যে কৃষি ঋণ বিতরন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিএ কুরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে সম্মানিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন