প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৩
দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরে ৪৭ কোটি ৭৬ হাজার ৯১৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ৩০ জুলাই (রবিবার) দুপুর ১২টায় দিরাই পৌরসভা কার্যালয়ের কনফারেন্স কক্ষে মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর,পৌর কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এই বাজেট ঘোষণা করেন। বাজেটে পৌর রাজস্ব আয় ৩ কোটি ৬৩ লাখ ৮০ হাজার এবং সরকারি ও অন্য উন্নয়ন হিসাব খাতে ৪৩ কোটি ৫০ লাখ ৪১ হাজার ৯১৪ টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রস্তাবিত বাজেটে পৌর এলাকায় ড্রেন নির্মাণে সর্বোচ্চ ২০ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে। এ সময় দিরাই প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest