প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৩
মধ্যনগর প্রতিনিধি:সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের আলমপুর গ্রামের একটি ১০ বছরের শিশুকে বলাৎকার করেছে হালিম নামের এক লম্পট। শিশুটি বলৎকারের ঘটনার অভিযোগে থানায় মামলা দয়ের করেছেন শিশুটির বাবা। একই গ্রামের অভিযুক্ত হালিম মিয়া (২০) রইছ মিয়ার ছেলে।
জানা যায় মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানিয়েছেন,(১৭ জুলাই) সোমবার দুপুরে বলৎকারের ঘটনাটি ঘটেছে,পরদিন (১৮ জুলাই) মঙ্গলবার থানায় হাজির হয়ে শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে। এবং ঘটনার পর অভিযুক্ত আসামি হালিম মিয়া পলাতক রয়েছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে ছেলেটি একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। গত সোমবার দেড়টার দিকে হালিম মিয়া শিশুটিকে শাপলা তোলার কথা বলে নৌকায় তুলে, পাতকুড়া গ্রামের পেছনে হাসের রানী বিলে নিয়ে যায়। শাপলা তোলা শেষ করে বাহাদুর চৌকিদারের বাড়ির পাশের কবরস্থানের একটি ঝোপের আড়ালে নিয়ে শিশুটির মুখ চেপে ধরে বলৎকার করলে। তখন ছেলে গুরুতর জখম হয়ে চিৎকার শুরু করে । পরে অভিযুক্ত হালিম নৌকায় করে আলমপুর গ্রামের আব্দুল হক মেম্বারের পুকুর পাড়ে ছেলেটিকে নামিয়ে দিয়ে, সে দ্রুত পালিয়ে যায়। পরে অসুস্থ অবস্থায় শিশুটি তার বাবাকে জানায় যে, হালিম তাকে বলৎকার করেছে । এরপরে গুরুতর আহত অবস্থায় সাথে সাথে শিশুটিকে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক যায়যায়দিন কে জানান, শিশু বলৎকারের ঘটনায় মামলা রুজু হয়েছে, অভিযুক্ত আসামী হালিমকে গ্রেপ্তারের ব্যাপারে আমাদের অভিযান চলমান আছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest