রাজু আহমেদ রমজান:আগুণের লেলিহান শিখায় পুড়ে ছাইঁ হয়ে গেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। তবে আগুনের সূত্রপাত কিভাবে, ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।
বুধবার (১৯ জুলাই) রাত সোয়া ১১টার দিকে শ্রীপুর বাজারে আগুন লাগে বলে এলাকাবাসী জানিয়েছেন।
এদিকে, গণমাধ্যমকর্মী ও এলাকাবাসীর দেয়া খবরের ভিত্তিতে তাহিরপুর উপজেলা ফায়ার সার্ভিস টিম দায়িত্বপালনে আসার আগেই আগুনে প্রায় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১২টা) আগুনের লেলিহান শিখা দাহ দাহ করে জ্বলছে, তবে আগুন নেভাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এলাকাবাসী।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিউটন দাস তালুকদার এ প্রতিবেদককে বলেন, আগুন নেভাতে আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন