দোয়ারাবাজার প্রতিনিধি:সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৭শ' গ্রাম গাঁজাসহ জামাল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের মৃত ফজর আলীর পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে দোয়ারাবাজার থানার এসআই আমীর খসরুর নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সসহ উপজেলার পূর্ব বাংলাবাজার মিতালী মার্কেটের গিয়াস উদ্দিনের লেপতোশকের দোকানের সামনে ফাঁকা রাস্তার উপর থেকে ৭শ' গ্রাম গাঁজাসহ জামাল উদ্দিনকে আটক করা হয়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু হয়েছে। আটক আসামিকে সোমবার আদালতে পাঠানো হয়েছে। জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন