ভাটির কণ্ঠ ডেস্ক :জগন্নাথপুরে যুবলীগের উদ্যোগে মিছিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ জুলাই সুনামগঞ্জ জেলা যুবলীগ আয়োজিত “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ সফলের লক্ষে ৬ জুলাই বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা যুবলীগের উদ্যোগে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্বরণ। জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগ সদস্য মমরাজ হোসেন রাজ, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সাইফুল ইসলাম রিপন, সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আনোয়ার আলী ও গীতাপাঠ করেন উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি। এতে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে মিছিল বের হয়। মিছিলটি শহরের পৌর পয়েন্টে এসে শেষ হয়।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন