প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৩
স্টাফ রিপোর্টার: সারা দেশের ন্যায় সুনামগঞ্জে কাঁচা মরিচ ও নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে একাধারে দুই দিন অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার ও মঙ্গলবার এই দুই দিন শহরের জেল রোড এলাকায় চাউলের দোকান, পোল্ট্রি ব্যবসায়ী, কাঁচা মরিচের আড়ৎদার,কিচেন মার্কেটে সবজি বাজার সহ জগন্নাথ বাড়ী এলাকায় খুচরা ও পাইকারি বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন। এ-সময় এনএসআই সুনামগঞ্জের সহকারী পরিচালক কৌশিক আহমেদ কনক, জেলা কৃষি বিপননের কর্মকর্তা অনুফা চক্রবর্তী, জেলা ক্যাব এর সভাপতি আব্দুল আউয়াল সহ পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন। অভিযানে গত সোমবার দুই সবজি বিক্রেতাকে সাড়ে তিন হাজার টাকা এবং আজ মঙ্গলবার তিনটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা সহ মোট সাড়ে আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের বিষয়ে জানতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন,সারা দেশের মতো সুনামগঞ্জে কিছু পন্যদ্রব্যের দাম অস্বাভাবিক ভাবে বেড়েছে। এরমধ্যে রসুন,আদা এবং কাঁচা মরিচ আছে। আমরা যে অনিয়ম গুলো পেয়েছি, সেগুলো হচ্ছে, পাইকারী ব্যবসায়ীরা পাকা ভাউচার দেখাতে পারেননি। কত টাকা করে পন্য ক্রয় করা হয়েছে, তা দেখাতে পারেননি। আমরা এসব বিষয়ে পরামর্শ এবং সতর্ক করেছি।তারা যেন পাকা ভাউচার রাখেন।সেই সাথে গতকাল দুটি সবজি বিক্রেতাকে সাড়ে তিন হাজার টাকা, আজকে আরও দুটি পাইকারি সবজি বিক্রেতা সহ একটি স্টেশনারি পাইকারি দোকানকে ৫ হাজার টাকা সহ মোট সাড়ে আট হাজার টাকা জরিমানা করেছি। দুই দিনের অভিযানে সুনামগঞ্জে কাঁচা মরিচ এবং আদার দাম কেজিতে ১শ টাকা করে কমেছে। অতি মুনাফা লোভীদের দমাতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest