প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৩
সেলিম আহম্মেদ,ধর্মপাশা : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আজ সোমবার (২৬জুন) বিকেলে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।এতে জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের এস এসসি ২০১৭ব্যাচ ও এসএসসি ২০১৮ব্যাচের শিক্ষার্থীরা এই ম্যাচে অংশ নেয়। খেলায় এসএসসি ২০১৭ ব্যাচকে ২-১গোলের ব্যবধানে হারিয়ে এসএসসি ২০১৮ব্যাচ জয়ী হয়। খেলাটি পরিচালনা করেন সাহস আহমেদ, এতে ম্যান অবদ্যা ম্যাচ হয়েছেন শফিউজ্জামান বারিন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest