প্রকাশিত: ৮:২৯ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২৩
ঈদুল আযহা উপলক্ষে অনলাইন নিউজ পোর্টাল ডেইলি সুনামগঞ্জ এর পরিবার এর পক্ষ থেকে পাঠক, পাঠিকা, সাংবাদিক,শুভানুধ্যায়ী এবং একই সাথে সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন নিউজ পোর্টালের সম্পাদক এডভোকেড রনেন্দ্র তালুকদার পিংকু।
শুভেচ্ছা বার্তায় সম্পাদক এডভোকেড রনেন্দ্র তালুকদার পিংকু বলেন, ঈদ মানে খুশি,ঈদ মানে আনন্দ। আর সেই খুশি-আনন্দকে সকলের সাথে মিলেমিশে ভাগ করে নেওয়ার প্রয়াসই ঈদ।
তিনি বলেন, অতিস্বল্প সময়ে পাঠকদের আস্থা অর্জনে গর্বিত অনলাইন নিউজ পোর্টাল ডেইলি সুনামগঞ্জ সকলের ভালোবাসার খুশি-আনন্দে ঈদ যোগ করেছে অনন্ত চূড়া।
সাধারণ মানুষ ও পাঠকদের আস্থা-নির্ভরতায় ডেইলি সুনামগঞ্জ এগিয়ে যাচ্ছে। পাঠক, সংবাদকর্মী ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রয়াসে ডেইলি সুনামগঞ্জ স্বল্প সময়ে অভাবনীয় অগ্রগতি।
সুনামগঞ্জ সহ দেশ-বিদেশের জনসাধারণের অনুপ্রেরণাই আমাদের পথ চলার মূল পাথেয়। আমরা দেশ, মুক্তিযুদ্ধ, সত্য ও ন্যায়ের পক্ষে। আমরা সার্বজনীনতা ও অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। সকলের সার্বিক সহযোগীতার ফলশ্রুতিতে ডেইলি সুনামগঞ্জ আজকেই এই অবস্থান। পাঠক প্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডেইলি সুনামগঞ্জ দেশ-বিদেশের সর্ব পর্যায়ের তাৎক্ষণিক সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে বদ্ধপরিকর। সেই প্রত্যাশা থেকে ঈদুল আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক। সবার নিরাপদ জীবন ও সার্বিক মঙ্গল কামনা করেন তিনি। বিজ্ঞপ্তি
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest