প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২২
ভাটির কন্ঠ ডেস্ক :: রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
বৃহস্পতিবার ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে সভা-সমাবেশের মৌলিক অধিকার রক্ষায় সরকারি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
এতে পিটার হাস বলেছেন, ‘যুক্তরাষ্ট্র দূতাবাস বুধবার ঢাকায় নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা ঢাকায় ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বিগ্ন। আইনের শাসনকে সম্মান জানাতে এবং সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’
এতে আরও বলা হয়, ‘সহিংসতার এ খবরগুলোর সুষ্ঠু তদন্ত করতে এবং মতপ্রকাশ, সভা ও শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে আমরা সরকারি কর্তৃপক্ষকে উৎসাহিত করছি।’
প্রসঙ্গত, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের কর্মসূচি আছে। এ গণসমাবেশের স্থান নির্ধারণ নিয়ে সরকারি পক্ষ এবং বিএনপির মধ্যে মতপার্থক্য আছে। এ ঘটনাক্রম থেকেই বুধবার বিকালে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ এবং হতাহতের ঘটনা ঘটে। বুধবারই মকবুল আহমেদ নামে বিএনপির এক কর্মী নিহত হন। আহতরা চিকিৎসাধীন আছেন। অনেকে গ্রেফতার হন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest