প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৩
ভাটির কণ্ঠ ডেস্ক :
রবিবার বিকাল ৪টায় গণতান্ত্রিক মহিলা সমিতি র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্ধোধন করেন প্রধান অতিথি রহিৃমা জামাল মায়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ গণতান্ত্রিক মহিলা সমিতি র আহ্বায়ক বাবলি আকন্দ,জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর, ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্য়ক সুখেন্দু তালুকদার মিন্টু । বক্তব্য রাখেন কাকলি দাস,সাবিয়া বেগম,শিল্পী চন্দ, তৃষ্ণা আক্তার রোশনা প্রমূখ। সম্মেলনে দিপ্তি সরকারকে সভাপতি ও সাবিয়া বেগমকে সাধারণ সম্পাদক করে এবং কানন দাসকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest