স্টাফ রিপোর্টার: দেশব্যাপী কর্মসূচি'র অংশ হিসাবে ঈদের আগে বকেয়া বেতনসহ উৎসব বোনাস প্রদানের দাবিতে সুনামগঞ্জে রবিবার বিকাল ৫ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন।
এসময়ে রায়পাড়াস্থ অস্থায়ী কার্যালয়ের সমূক হতে লাল পতাকাসহ বিক্ষোভ মিছিল করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে স্থানীয় আলফাত উদ্দিন চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি লিলু মিয়া র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পিন্টু দাস, রহিমা বেগম,বেগম আক্তার, সাইফুল ইসলাম, টিটু মিয়া,জিয়া,ফরহাদ মিয়া,জামিল মিয়া প্রমূখ ।
এসময় বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের উর্দ্ধগতির ও মূল্য স্ফীতির সাথে সমন্বয় করে মজুরি নির্ধারণ, নিয়োগ পত্র প্রদান এবং বকেয়া বেতনসহ মজুরীর সমপরিমান উৎসব বোনাস প্রদানের দাবি জানানো হয়।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন