স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা পর্যায়ে ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৩’’ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। রবিবার বিকেল সাড়ে চারটায় জেলা স্টেডিয়ামে ছাতক কলেজ ও জগন্নাথপুর কলেজ ফাইনালে অংশ গ্রহণ করে। খেলায় ড্র হওয়ার পর ট্রাইবেকারে ৪-২ গোলে জগন্নাথপুর কলেজ ছাতক কলেজকে হারিয়ে ফাইনালে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী । স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট একেএম আব্দুল্লাহ বিন রশিদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্হানীয় সরকার শাখার উপ পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শেখ মহিউদ্দিন,পরে বিজয়ী ও রানারআপদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন