স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপি। পরিবারগুলোকে অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেছে জেলা কৃষক দল। সোমবার দুপুরে ছাতক উপজেলার দেবেরগাঁও, চরদুলভ ও বড়কাপন গ্রামে বজ্রপাতে নিহত কৃষকদের বাড়িতে গিয়ে পরিবারের হাতে ২৫ হাজার টাকা করে সহায়তা তুলে দেন জেলা বিএনপি ও কৃষক দলের নেতারা।
পরে দোয়ারাবাজার ও তাহিরপুরে নিহত তিন জন কৃষকের পরিবারকেও একই সহায়তা প্রদান করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান সুনামগঞ্জ জেলা বিএনপি নেতৃবৃন্দ।
সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা কৃষক দলের আহবায়ক আনিসুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি শামসুল হক নমু, জেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল ওয়াদুদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দন, নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত প্রমুখ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন