প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৩
দিল আহমেদ, জামালগঞ্জ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জুয়ারিকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
রবিবার (২৩এপ্রিল) দিবাগত রাত ৩ টায় উপজেলার বেহেলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আবুল কাসেম মিয়ার বসত ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বেহেলী গ্রামের ১। মৃত আফতর আলীর ছেলে ৮ নং ইউপি সদস্য সফর উদ্দিন।
একই গ্রামের ২। সুরত আলীর ছেলে আবুল কাসেম,৩।সিরাজ মিয়ার ছেলে মুজাফর! ৪। মৃত গাজী রহমানের ছেলে হালান মিয়া ৫।আবুল কাসেমের ছেলে নবী আলম ৬।চাঁন মিয়ার ছেলে হারুন রশিদ ৭।মঙ্গল মিয়ার ছেলে রফিক মিয়া ৮।মউজ আলীর ছেলে গোলাপ মিয়া ৯। বেহেলী মশালঘাট গ্রামের হোসেন আলীর ছেলে জুয়েল মিয়া।
পুলিশের সূত্রে জানা যায় বেহেলী ইউনিয়নের ইসলাম পুর গ্রামে জুয়ার আসর বসানোর গোপন সংবাদের ভিত্তিতে, অভিযান চালায় পুলিশ। অভিযানে ১ ইউপি সদস্যসহ ৯জনকে হাতে নাতে গ্রেফতার করে। এ সময় ঘটনাস্তল থেকে প্রায় ১লাখ ৩২ হাজার ৩৫০ পঞ্চাশ টাকা বিভিন্ন ব্যান্ডের ৯ টি মোবাইল ফোন ৪ প্যাকেট তাস জব্দ করা হয়।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের বলেন,মাদক ও জুয়া নির্মুল করতে পুলিশের পাড়ায়, মহল্লায় বিশেষ অভিযান চলছে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ইসলাম পুর জুয়ার আসর থেকে ৯ জুয়ারিকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃতের আদালতে পাঠানো হয়েছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest