আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জঃ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ভীমখালী ইউনিয়নের স্থানীয় আটগাঁও লালবাজারে শুক্রবার (২১এপ্রিল) সকালে
সততা আমাদের ভিত্তি প্রবাসী, আমাদের শক্তি এ স্লোগান কে সামনে রেখে মানিগাঁও গ্রামের কৃতি সন্তান লন্ডন প্রবাসী এম আবু হাসনাত কয়েস"র অর্থায়নে আটগাঁও ফাউন্ডেশনের মাধ্যমে হতদরিদ্র ৬৫(পয়ষট্টি ) টি পরিবারের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। সেচ্ছাসেবক সাইফুজ্জামান হিমু এর পরিচালনায়
সেচ্ছাসেবক আবু সুফিয়ান সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ফরিদ মিয়া তালুকদার,আলী হোসেন,জুয়েল আহমদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন আটগাঁও ফাউন্ডেশনের সেচ্চাসেবক টিমের সদস্য মোঃ খোকন মিয়া,আব্দুস সামাদ আফিন্দী, মোঃ আফজাল হোসেন,আরিফ শাকিল রনি,হাবিব উল্লাহ,সালমান,সুপায়েন,নাঈম, আজহারুল, নাহিদ রাজু,সৌরভ,রনি,সোহান,আবু তালহা,সাকিল,কবির,অনিক প্রমুখ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন