আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জঃ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ভীমখালী ইউনিয়নের স্থানীয় আটগাঁও লালবাজারে শুক্রবার (৭এপ্রিল) বিকেলে
সততা আমাদের ভিত্তি প্রবাসী, আমাদের শক্তি এ স্লোগান কে সামনে রেখে দেশ ও প্রবাসীদের অর্থায়নে আটগাঁও ফাউন্ডেশনের মাধ্যমে হতদরিদ্র ৫০(পঞ্চাশ) টি পরিবারের মধ্যে এক দিনের সেহরির খাবার বিতরণ করা হয়েছে। সেচ্ছাসেবক সাইফুজ্জামান হিমু এর পরিচালনায়
সেচ্ছাসেবক আবু সুফিয়ান সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মিছবাহ উদ্দিন,আলী হোসেন,রশীদ আহমদ।
এসময় আরো উপস্থিত ছিলেন ফখর উদ্দিন তালুকদার, রইছ মিয়া,ফরিদ মিয়া তালুকদার, আসাদুল আলম সিদ্দিকী,সাইফুল ইসলাম,আব্দুল কাদির।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন আটগাঁও ফাউন্ডেশনের সেচ্চাসেবক টিমের সদস্য মোঃ খোকন মিয়া,আব্দুস সামাদ আফিন্দী, মোঃ আফজাল হোসেন,আরিফ শাকিল রনি,হাবিব উল্লাহ,সালমান,সুপায়েন,নাঈম, আজহারুল, রাজু,সৌরভ,রনি,সোহান,আবু তালহা,সাকিল,কবির,অনিক প্রমখ।
এসময় হতদরিদ্র প্রতিটি পরিবারের মধ্যে মোরগ,চাল,ডাল,তেল,লবন,আলু,পেয়াজ,রসুন,পাঁচ পোড়ন,মুড়ি,খেজুর ইত্যাদি দেওয়া হয়।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন