প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৩
নিজেস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ জেলাধীন ছাতকের যুবলীগ নেতা লায়েক মিয়ার খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেন জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট, ও সাধারণ সম্পাদক, নোমান বখত্ পলিন।
মঙ্গলবার, ৪ঠা এপ্রিল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,আমরা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ গত ২৮ – ০৩- ২০২৩ খ্রিঃ,সংঘটিত ছাতক উপজেলার যুবলীগ নেতা লায়েক মিয়ার নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং উক্ত হত্যাকান্ডের প্রকৃত খুনীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা নিহত লায়েক মিয়ার আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest