তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন মিনি ক্রাসার মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে সাজিদ মিয়া ও সাধারণ সম্পাদক পদে তোফাজ্জল হোসেন নির্বাচিত হয়েছেন।
সকাল থেকে উপজেলার আনোয়ারপুর বাজারে বালি পাথর ব্যাবসায়ী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে সাজিদ মিয়া ২১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রার্থী মাহমুদ আলী ১৬ভোট পেয়েছেন।
অপর দিকে, সাধারণ সম্পাদক পদে তোফাজ্জল হোসেন ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রার্থী মোঃ মনির হোসেন ১৭ভোট পেয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন,মাষ্টার করিম উল্লাহ,বালিজুরী মিনি কাসার সমিতির আহবায়ক কমিটির সভাপতি লুৎফুল হক। এছাড়াও সমবায় অফিসার আশীষ আচার্জ। নির্বাচনে ফলাফল ঘোষণা করেছেন বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসাইন।
জনাব আজাদ হোসেন জানান,নির্বাচনে দুটি পদে ব্যাপক প্রচার প্রচারণা হয়। আজ উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ভোটার ছিল ৩৮জন। ভোট দিয়েছেন ৩৭জন ভোটার। সভাপতি পদে সাজিদ মিয়া ও সাধারণ সম্পাদক পদে তোফাজ্জল হোসেন নির্বাচিত হয়েছেন।আমরা সবাই আশা করছি তারা তাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন