প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২৩
আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সামাজিক সেবা সংগঠন
স্বপ্ননীড় সমাজ কল্যাণ পরিষদ এর নিজস্ব কার্যালয়ে (১৮ই মার্চ) শনিবার পবিত্র মাহে রমজানের ক্যালেন্ডার উন্মোচন করা হয়েছে।সংগঠনের সভাপতি মোঃ সেলিম আহমেদ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রাহাদ আলম হৃদয় এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এডভোকেট নাসিরুল হক আফিন্দী ( এ.পি.পি.সুনামগঞ্জ জেলা জজকোর্ট),
প্রধান বক্তা ছিলেন জামালগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম জিলানী আফিন্দী রাজু।। এছাড়াও উপস্থিত ছিলেন ইয়াকবির আফিন্দী, শাহানুর মিয়া, নবী হোসেন,ইকবাল হোসেন ও সংগঠনের উপদেষ্টা সদস্য, দিলোয়ার হোসেন ও কার্যকরী পরিষদের সদস্যবৃন্ধ এবং সংগঠনের সহ সভাপতি তারেক মিয়া, অর্থ সম্পাদক সামছুল আলম আখন্জী, সহ প্রচার সম্পাদক এবাদুর রহমান প্রমুখ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest