প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২৩
ভাটির কন্ঠ ডেস্ক : নারীর রাজনৈতিক ক্ষমতায়নে টেকসই আগামীর জন্যে জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ৩৩% নারী অন্তর্ভূক্তিরণ আলোচনা ও মূল দলে নারীদের কাজের ক্ষেত্রের চ্যালেঞ্জ সমূহ কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ দিবসটি উদযাপন করেন ডেমুক্রেসি ইন্টারন্যাশনাল।
১৪ই মার্চ মঙ্গলবার, সকাল ১১ ঘটিকার সময় পৌরশহরস্ত কাজির পয়েন্ট সংলগ্ন লতিফা কমিউনিটি সেন্টার এর হলরুমে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিলেট রিজিওনাল অফিস এবং মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সুনামগঞ্জ নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সাব কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নারী নেতৃবৃন্দের সমন্বয়ে, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সুনামগঞ্জ জেলা সভাপতি শাহ মোঃ আবু নাসের এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী।
এসময় আরো উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য,ও জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ফৌজিয়ারা বেগম শাম্মি,জেলা মাল্টিপার্টি ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা ফারহানা ইমা, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক, হাফিজা ফেরদৌসী লিপন,মহিলা দলের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট জয়শ্রী দেব বাবলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ,জেলা বিএনপির সহ সভাপতি, রেজাউল ইসলাম, রেজাউ করিম নিক্কু সহ আওয়ামী লীগ ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা নেতৃবৃন্দ।
এসময়ে উপস্থিত বক্তারা বলেন, নারীদেরকে জাতীয় নির্বাচন সহ প্রতিটি নির্বাচনে সাধারণ আসনে মনোনয়ন নিশ্চিত করতে হবে। জাতীয় নির্বাচন আগামী ২৪ সালে,নারীরা যাতে করে সাধারণ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে অগ্রসর হয় এবং কিভাবে উৎসাহিত হয় সে বিষয়ে আলোচনা করেন।
সভাপতি শাহ আবু নাসের বলেন,, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম, নারীরা বর্তমানে এগিয়ে যাচ্ছে এবং আরো যাবে। আগে নারীদেরকে পাওয়া যেতোনা, কিন্তু এখন আমরা নারী সাংবাদিক পাচ্ছি। নারীরা সব কাজে থাকলে দলের গ্রহনযোগ্যতা আরো বাড়বে। নারীদেরকে এগিয়ে যাওয়ার জন্য দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন তিনি।
উল্লেখ্য যে, অনুষ্ঠানটি পরিচালনা করেন, সিলেট বিভাগীয় রিজিওনাল ম্যানেজার মোঃ ফরহাদ আহমেদ ও মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের জেলা কোষাধ্যক্ষ ও জেলা কৃষকলীগের আহ্বায়ক, মুহিবুর রহমান মুহিব।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest