প্রকাশিত: ৩:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
সুজন তালুকদার,ছাতক প্রতিনিধি: ছাতকের জিয়াপুর পুরান সিংচাপুর আদর্শ সমাজ কল্যাণ সংস্থা উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ও প্রবাসী সংবর্ধনা প্রদান। ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে বৃহত্তর জিয়াপুর পুরানসিংচাপইড় পয়েন্টে মাওঃ আলী আহমদ এর সভাপতিত্বে ও মহিউজ্জামান আদিল এর পরিচালনায় আদর্শ সমাজ কল্যাণ সংস্থা, জিয়াপুর-পুরাণসিংচাপইড় কর্তৃক যুব মহিলাদের জীবন মান উন্নয়ন, কর্ম দক্ষতা বৃদ্ধি,পরিশ্রমী কর্মট, স্বনির্ভর ও আদর্শ সমাজ গঠনের প্রয়াসে ২য় তম সেলাই প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্কনার্থীদের মধ্যে মেধাভিত্তিক ১৪ টা সেলাই মেশিন বিতরণ,তাছাড়া অত্র এলাকায় পরিবেশ দূষনমক্ত রাখতে সুক্ষ্ম সমাজ ও পরিবেশ গড়ার প্রত্যয়ে গরীবদের মাঝে যারা এখনও খোলা লেট্রিনে মল ত্যাগ করছেন তাদেরকে সেনেটারী লেট্রিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণী
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্টাতা, আব্দুর রহমান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসিনা বানু জন কল্যান ট্রাষ্ট এর প্রতিষ্টাতা যুক্তরাষ্ট্র প্রবাসী চেয়ারম্যান,এস,এম জলিল,যুক্তরাজ্য প্রবাসী মাস্টার আব্দুল হান্নান, পরগনা বাজার পরিচালনা কমিটি সভাপতি সফিক উদ্দিন,বিশিষ্ট মুরুব্বি নুরুল ইসলাম,প্রধান সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
আলহাজ্ব খোয়াজ আলী জনকল্যাণ ট্রাষ্ট এর প্রতিষ্টাতা চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা, গরীব,দুঃখী মানুষের প্রকৃত বন্ধু, যুক্তরাজ্য প্রবাসী।আশিকুল ইসলাম আশিক,সংবর্ধিত অতিথি সংগঠনের উপদেষ্টা
সৌদি আরব প্রবাসী খালেদ আহমদ,ছাতক দোয়ারা জনকল্যান পরিষদ ফ্রান্সের প্রতিষ্টাতা সভাপতি মনোয়ার হুসেন মুজাহিদ,ইতালি প্রবাসী এমরানুল হক, ছাতক দোয়ারা জনকল্যান পরিষদ ফ্রান্সের নবনির্বাচিত সভাপতি মঈনুল ইসলাম,প্রধান সংবর্ধিত অতিথি আশিকুল ইসলাম আশিক তার বক্তব্যে বলেন কথায়,কাজে মিল রেখে কাজ করে যাচ্ছে জিয়াপুর পুরন সিংচাপইড় আদর্শ সমাজ কল্যাণ সংস্থাটি,যে ধরণে উদ্যোগ গ্রহন করে আসছে আমার মনে হয় আদর্শের ডাকে সারা দিয়ে আমরা যদি সম্মেলিত সর্বাত্বক সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলে সমাজ পরিবর্তনের বলিষ্ঠ ভুমিকা পালন করবে অত্র অগ্রগামী সামাজিক সংগঠন, আদর্শ সমাজ কল্যাণ সংস্থা,
পরিশেষে সংবর্ধিত অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করেন আদর্শ সমাজ কল্যাণ সংস্থার সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সেলাই প্রশিক্ষনের দক্ষ পরিচালক নুর আহমদ প্রশিক্কনার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন
শুরুতে হাফিজ আজহারুল ইসলামের ক্বোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্টান সুচনা হয়, পরিশেষে মাওঃ আলী আহমদ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest