প্রকাশিত: ৪:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
ছাতক প্রতিনিধি, : বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র কৃতি শিক্ষার্থী যারিন তাসনিম আহমেদ মাহি-বিবিএ প্রোগ্রামে সর্বোচ্চ নাম্বার পেয়ে দেশ সেরা নির্বাচিত হওয়ায় চ্যান্সেলর’স গোল্ড মেডেল অ্যাওয়ার্ড
(স্বর্ণপদক) পেয়েছে।
যারিন তাসনিম আহমেদ মাহি ছাতক পৌর সভার বাগবাড়ি মহুল্লার বাসিন্দা, সুনামগঞ্জ -৫, ছাতক- দোয়ারাবাজার নির্বাচনী এলাকার ৩ বারের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের কণ্যা।
কলিম উদ্দিন আহমেদ মিলন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি।
বুধবার(২২ফেব্রুয়ারি) ঢাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে অনুষ্টিত সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) প্রদান করা হয়।
অনুষ্টানে বাংলাদেশের রাষ্ট্রপতি এড.আব্দুল হামিদ ও শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এমপি কৃতি শিক্ষার্থী যারিন তাসনিম আহমেদ মাহি’র হাতে চ্যান্সেলর’স গোল্ড মেডেল অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) তুলে দেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest