প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৩
সুজন তালুকদার,ছাতক প্রতিনিধি : ১৯৪৭ সালের পর থেকেই পশ্চিম পাকিস্থানের শাসকগোষ্ঠী আমাদের প্রতিটি ক্ষেত্রেই তাদের শোষণের শেকল পরিয়ে দিতে চেয়েছে , ওরা শুরু থেকেই চেয়েছিল আমাদের ‘মা’ ডাক কেড়ে নিতে, আমাদের বর্ণমালা মুছে দিতে। কিন্তু, শোষকদের রক্তচক্ষু আর বুলেট উপেক্ষা করে, পৃথিবীর ইতিহাসে একমাত্র জাতি হিসেবে ভাষার জন্যে রক্ত দিয়ে বাঙালি জাতি তাঁদের মায়ের ভাষার মর্যাদা রক্ষা করে। ১৩৫৮ বঙ্গাব্দের ৮ ফাল্গুন বা ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার আরো অনেক নাম না জানা ভাষা শহীদের রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ। বাংলা ভাষার মহাত্ম্যের স্বীকৃতিস্বরুপ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পন করছেন
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ছাতক (গোবিন্দগঞ্জ)জোনাল অফিস এর এজিএম(ওএন্ডএম) মোঃ সিরাজুল ইসলাম। জুনিয়র ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন,
এসময় সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান,সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মোঃ মাহিদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest