প্রকাশিত: ৫:৩২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
সুনামগঞ্জ থেকে ফিরে ছাতক প্রতিনিধি সুজন তালুকদার এর রিপোর্ট : নারী উদ্যোক্তা জাহানারা বেগমের দৃষ্টি নন্দন পুস্প কাননে পর্যটকদের উপচে পড়া ভীড় জমে উঠেছে। সুনামগঞ্জ জেলা শহর থেকে চার কিলোমিটার দূরে আব্দুজ জহুর সেতু পাড়ি দিয়ে বিশ্বম্ভরপুর উপজেলায় চলাচলের সড়কের পাশে লালপুর এলাকায় গড়ে তুলেছেন পুস্প কানন।সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের সফল নারী উদ্যোক্তা জাহানারা বেগম একজন নারী হয়ে বিভিন্ন প্রজাতির ফুল ও ফুলের চারার নার্সারী গড়ে তুলেছেন যার নাম পুস্প কানন। অনুমান ১২০ শতক জায়গায় ফুল,ফল,ঔষধী গাছ সহ বিভিন্ন জাতের চারা রয়েছে নার্সারিতে। প্রতিদিন এখানে ঘুরতে আসেন বিভিন্ন শ্রেণি পেশার লোকজন কিনে নেন, নিজ নিজ পছন্দের চারা, সেই সাথে বিনোদনে মেতে উঠেন পর্যটকরা। বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান পুস্প কাননে এসে চারা ক্রয় করে থাকে। এক সময়ে দারিদ্র্যের সঙ্গে ছিল নিত্য বসবাস। নিজের চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে কিছু টা এখন দারিদ্রতা দূর করে একজন নারী উদ্যোক্তা হিসাবে পরিচিতি লাভ করেছেন, জাহানারা বেগম। একজন নারী হয়ে তার কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত, ২০১০ সালে সফল নারী হিসাবে এলজিআরডি মন্ত্রীর হাত থেকে সম্মাননা ২০১৪ সালে বিভাগীয় পর্যায়ে অর্থমন্ত্রীর কাছ থেকে জয়িতা পুরস্কার গ্রহণ করেছেন তিনি। ১৭ ফেব্রুয়ারী পড়ন্ত বিকেলে দৃষ্টিনন্দন পুষ্প কাননে ঘুরতে যান বিএমএফ টেলিভিশন এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোশফিকুর রহমান স্বপন, বিশেষ প্রতিনিধি জাকিয়া সুলতানা মণি ও ছাতক প্রতিনিধি উজ্জীবক সুজন তালুকদার। এসময় খবর পেয়ে বাগানে ছুটে আসেন সেই উদ্যেক্তা নারী জাহানারা বেগম।রিপোর্টারের এক প্রশ্নের জবাবে বলেন বিগত ২০২২ সালের বন্যায় প্রায় ৮ থেকে ৯ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তার পরেও আমি ঘুরে দাড়াতে চাই। ১৪ ফেব্রুয়ারী ভালোবাসা দিবস থেকে দর্শনার্থীদের ভিড় জমেছে। মোটামুটি উন্নতির লক্ষণ দেখতেছি।আমি মূলত ভালো কিছু করার ইচ্ছে পুষ্প কানন নামে নার্সারী গড়ে তুলেছি তার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া নারীদের সাথে নিয়ে নারী অধিকার আদায়ে ভুমিকা রাখতে চাই, বাল্য বিয়ে নারী নির্যাতন প্রতিরোধে নেতৃত্ব দিতে চাই এবং একজন সফল নারী উদ্যোক্তা হতে চাই। জাহানারা বিশ্বম্ভপুর উপজেলার ভাদের টেক গ্রামের মোঃ আব্দুল হক ও হাজেরা খাতুনের মেয়ে একই উপজেলায় চালবন গ্রামের কৃষক মোঃ হাছান আলীর স্ত্রী।জাহানারা বেগম জানান,পুষ্প কাননে লাভের স্বপ্ন দেখছি। আশা করি এ বছর আমার বিনিয়োগের টাকাটা উঠাতে পারলে আগামীতে ব্যাপক আকারে পুস্প কানন সাজিয়ে তুলব ইনশাআল্লাহ। পুস্প কাননের পাশাপাশি একটি বৃহৎ নার্সারি রয়েছে জাহানারা বেগমের।নার্সারিতে বিভিন্ন প্রজাতির ফলের চারা রয়েছে। গেল বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও ঘুরে দাঁড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। জাহানারা বেগম সরকারি সহায়তা পেলে দেশের একজন সেরা নারী উদ্যোক্তা হতে পারবেন বলে আশা ব্যক্ত করেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest