প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের সীমান্তে অভিযানে প্রায় সাড়ে আট লক্ষ টাকার ভারতীয় মদ, বিয়ার, গরু, বিড়ি, কয়লা, চিনি এবং মটর সাইকেল জব্দ করেছে ২৮- বিজিবি টিম।
জানা যায়, ডুলুরা বিওপির টহল দল ১৫ ফেব্রুয়ারি বুধবার রাতে সীমান্ত পিলার ১২১১/১২-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং শলুকাবাদ ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ৬,৮৫০ পিস ভারতীয় বিড়ি এবং ০১টি মটর সাইকেল জব্দ করে।
একই দিনে চারাগাঁও বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১১৯৫ এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের জংগলবাড়ী নামক স্থান হতে ১,০০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে।
বাগানবাড়ী বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২৫/৩-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের ভাংগারপাড় নামক স্থান হতে ১২ বোতল ভারতীয় মদ জব্দ করে।
চিনাকান্দি বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১০/৯-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের রাজাপাড়া নামক স্থান হতে ২২ বোতল ভারতীয় মদ এবং ১১ বোতল বিয়ার জব্দ করে।
মাটিরাবন বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৮৯/১৯-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের গিলাগড়া নামক স্থান হতে ০৯টি ভারতীয় গরু জব্দ করে।
লাউরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৩/৯-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের শাহ আরেফিন নামক স্থান হতে ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ করে।
আশাউড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২০/৬-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের নৈগাং নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করে।
টেকেরঘাট বিওপির টহল দল ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সীমান্ত পিলার ১১৯৮/১-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমছড়া নামক স্থান হতে ১,৮০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে।
একই দিনে বালিয়াঘাটা বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৭/৭-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের পূর্ব লাকমা নামক স্থান হতে ২,০০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে।
চিনাকান্দি বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১১/৫-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের উত্তর কাপনা নামক স্থান হতে ১৭,০০০ পিস ভারতীয় বিড়ি জব্দ করে।
এবং
বাগানবাড়ী বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২৬/৩-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের তালতলা নামক স্থান হতে ৫৫ কেজি ভারতীয় চিনি জব্দ করে।
জব্দকৃত এসব পন্যের সর্বমোট মূল্য-৮ লক্ষ ৫২ হাজার ৩৯৫ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮- বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, আটককৃত ভারতীয় মদ ও বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং গরু, বিড়ি, কয়লা, চিনি ও মটর সাইকেল শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest