প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি: পাঠক কুলের ভালবাসা হৃদয় দিয়ে কিনি,সঙ্গী হয়ে যারাই ছিলেন সবার কাছেই ঋণী এই স্লোগানকে গুরুত্ব দিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে দৈনিক মানবজমিন পত্রিকার রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে।
দৈনিক মানবজমিন পত্রিকার ২৫ বছর উৎযাপন উপলক্ষে ১৫ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১২টায় তাহিরপুর উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স হলরুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।এতে স্বাগত বক্তব্য রাখেন মানব জমিন পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি এম এ রাজ্জাক স্বাধীন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করূনা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলার সবার প্রিয় উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র ণারায়ন বৈশাখ,
দৈনিক সমকাল প্রতিনিধি আমিনুল ইসলাম,উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি দৈনিক সংবাদ প্রতিনিধি কামাল হোসেন, দৈনিক যায়যায় দিন প্রতিনিধি বাবরুল হাসান বাবলু, উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক ও দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার প্রতিনিধি রোকন উদ্দিন,দৈনিক ভোরের পাতা প্রতিনিধি আবুল কাশেম, দৈনিক সিলেট মিরর প্রতিনিধি আবির হাসান মানিক, উপজেলা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক ও দৈনিক চিত্র প্রতিনিধি সামছুল আলম আখন্জি, দৈনিক কালবেলা প্রতিনিধি শওকত হাসান, দৈনিক এই বাংলা প্রতিনিধি আব্দুল মান্নান, সিলেটের দিনকাল প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক সবুজ বাংলা প্রতিনিধি মনিরাজ শাহ প্রমুখ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest